রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
পটিয়া জিরি ইউনিয়নের কৈয়গ্রামের নোয়াপাড়ায় এক বৃদ্ধকে মারধর করে গুরুত্বর জখম সরকারি সিটি কলেজ বিএনসিসি প্লাটুনে পি.ইউ.ও. বিদায় ও ক্যাডেট সার্জেন্ট ইনচার্জের দায়িত্ব হস্তান্তর সম্পন্ন কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের জায়গা অবৈধভাবে দখলের প্রতিবাদে মানববন্ধন। কারাগার থেকে বন্দিরা আমাকে ফোন দেয়: আইজি প্রিজন দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী চান না ৮৯ শতাংশ মানুষ ৩ দাবিতে শাহবাগ অবরোধ বুয়েট শিক্ষার্থীদের তাদের সেই ভূমিকা জাগ্রত হচ্ছে: জিএমপি কমিশনার দেশের ইতিহাসে কোকেনের সবচেয়ে বড় চালান জব্দ ‘‌আজকের পুরুষদের দেখে বিয়ের ইচ্ছে জাগে না’ কাজলকে জুম করে অস্বস্তিকর অবস্থায় ফ্রেমবন্দি, ক্ষুব্ধ মিনি মাথুর

থানা কমিটির ঈস্যূতে রামপুরায় অভিজ্ঞ সংগঠক- ইউনুছ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২২০ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ১:২৬ পূর্বাহ্ণ

নগর প্রতিবেদকঃ ঢাকা উত্তর মহানগর আওমীলীগের ২৭ টি থানা ও ১০০ টি ওয়ার্ডে রাজনৈতিক অঙ্গনের নেতা কর্মী বৃন্দ দীর্ঘ দুই বছরের ও অধিক সময় ধরে অপেক্ষায় আছে একটি সুন্দর ও শক্তিশালী কমিটি ঘোষণার উসৎসে। দলীয় সূত্রে জানা যায়, নগর কমিটি পূর্ণাঙ্গ হবার পর পরই তৃণমূল সম্মেলন সহ রাজনৈতিক ততপরতা নগর জুড়ে রাজনৈক ইমেজ ফিরে আসে।

তবে নানা জটিলতা আর দীর্ঘদিনের গ্রুপিং প্রেক্ষাপটের কারণে ওয়ার্ড ও থানার কমিটি ঘোষণা করা সম্ভব হয়নি।
নগড় জুড়ে রাজনৈতিক মহলে সভাপতি – সাধারণ সম্পাদকের মনমালিন্য জনিত কারণ পরিলক্ষিত হলেও
মূলত গ্রুপিং ততপতরা নগর জুড়ে থেমে নেই।
তবে সামাজিক ও রাজনৈক অঙ্গনে অভিজ্ঞ
সংগঠক হিসাবে সভাপতি পদে আলোচনায় ইউনুছ আলী।

তৃণমূলে সময়ের সাহসী আওয়ামী সৈনিক ইউনুছ আলী ছাত্রলীগ নেতা হিসেবে রাজনৈতিক অঙ্গনে সাধারণ মানুষের অধিকার আদায়ে রাজপথে লড়াকু সৈনিক। তিনি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অবিচল আস্থা রেখে ৭৫ পরবর্তীতে আওয়ামী লীগের দূর্সময়ে সক্রিয় রাজনৈতিক কর্মকান্ডে সাহসীকতার প্রমান দিয়েছেন। তার বর্নাঠ্য রাজনৈতিক জীবন অনেক ত্যাগ- তিতিক্ষার। তিনি সাবেক সভাপতি ৯৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ (উত্তর)রামপুরা থানা ।

সাবেক সিঃ সহ-সভাপতিঃ- ৯৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ, সাবেক সিঃ সহ-সভাপতিঃ- কুয়েত প্রবাসী আওয়ামী লীগ । সাবেক সিঃ সহ-সভাপতিঃ- খিলগাঁও ইউনিয়ন যুবলীগ। জি,এসঃ- হাবিবুল্লাহ বাহার কলেজ, ঢাকা । সভাপতিঃ- ছাত্রলীগ হাবিবুউল্লাহ বাহার কলেজ শাখা (ফজলু-চুন্নু) ৮০ দশক ।

সভাপতিঃ- রামপুরা ওয়ার্ড ছাত্রলীগ খিলগাঁও ইউনিয়ন (কাদের চুন্নু)।

তিনি দীর্ঘদীনের রাজনৈতিক সহযোদ্বাদের স্বরন করে বলেন,আমি
সেই সময়ের সাহসী সহযোদ্ধাদের গভীর শ্রদ্ধায় ও ভালবাসায় স্বরণ করছি—মামুন ভাই, শ্রদ্ধেয় মনির ভাই, বীর মুক্তি যুদ্ধো মিছির আলী, সহিদুল্লাহ (মামু)জিনু ভাই, কামাল, মিন্টু, ইকবাল, নাছিম, জামান, নান্নু,ইমাম উদ্দিন, সুনু, পিন্টু, কাঞ্চন, রোকন, কাউসার, জাকির, সাইফুল, ফরহাদ দুলাল, আইয়ুব, ইকবাল (কাটকু) জামান ভাই, কাদের ভাই,হুমায়ুন ভাই,ডালিম,ফরিদ,মোতাহার, বরকত, আলামিন, সালাম,রিদয়,পিও,নুরু ইসলাম, সোহরাব,অটু,রোকন(কলেজ),টিলু,বিলু,মুন্না,রকেট, মশিউর,শফিক,আসলাম, রহিম,আয়নাল, তপন (আনন্দ নগর , USA ) মোরশেদ, কাঠাল বাগান এ-র হান্না ভাই, লিয়াকত ভাই, রুমী ভাই,নান্ন ভাই,ইন্না,মোশেন,শিশু,জশীম,আরও সহযোদ্ধা নেতৃবৃন্দ ভাই-বোনদের

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর