মোঃ মোস্তফা চৌধুরী (গাজীপুর জেলা প্রতিনিধি)ঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে গাজীপুরে আনন্দ শোভাযাত্রা মাধ্যমে উচ্ছাস প্রকাশ যুবলীগ-কর্মীরা।
আজ রবিবার (১৯ মে) অনুষ্ঠিত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল সহ নগরের সকল নেতাকর্মীরা ও কাশিমপুর থানা যুবলীগের ১ থেকে ৬নং ওয়ার্ড এর যুবলীগের সকল নেতাকর্মীরা।
০৬নং ওয়ার্ড এর সভাপতি পদপ্রার্থী খন্দকার মামুন রেজা তিনি হাজার হাজার কর্মী নিয়ে যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেলের সাথে যুক্ত হন।অপরদিকে এ দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে টঙ্গীতে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে, এতে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক মোঃ কামরুল আহসান রাসেল সরকার, মোঃ সাইফুল ইসলাম ও এস এম আলমগীর হোসেন। এতে মহানগর যুবলীগের বিভিন্ন নেতা-কর্মীরা অংশ নেন। মিছিলটি পলটন মোড় থেকে সরাসরি স্টেজের সামনে গিয়ে শেষ হয়।