খাগড়াছড়ি প্রতিনিধি: দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ি জেলার ৩ উপজেলার প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিক বরাদ্দ অনুষ্ঠানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (০২ মে) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক জোনায়েদ কবির সোহাগ।
একই প্রতিক একাধিক প্রার্থী চাওয়ায় লটারির মাধ্যমে নির্ধারণ করেছেন প্রতিক।
প্রার্থীদের নির্বাচনের আচরণবিধি মেনে প্রচারণা চালানোর অনুরোধ জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। আচরণ বিধি লঙ্ঘিত হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচন অবাধ সুষ্ঠু করতে প্রতিটি উপজেলাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সমন্বয়ে মনিটরিং করা হবে জানিয়েছেন তিনি।
খাগড়াছড়ি সদর উপজেলায় চেয়ারম্যান পদে মো. দিদারুল আলম আনারস প্রতিক, মো. আক্তার হোসেন মোটরসাইকেল, জ্ঞান রঞ্জন ত্রিপুরা কৈ মাছ, সুশীল জীবন ত্রিপুরা টেলিফোন, সন্তোষিত চাকমা দোয়াত কলম এবং নজরুল ইসলাম লাঙ্গল প্রতিক পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে মো. আসাদ উল্লাহ বই, ক্যাউচিং মারমা তালা, মো. আবু হানিফ টিয়াপাখি, মো. এরশাদ হোসেন চশমা এবং শাহাবুদ্দিন সরকার টিউবওয়েল প্রতিক পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে কল্যাণি ত্রিপুরা কলস, নিউসা মগ প্রজাপতি এবং নিপু ত্রিপুরা ফুটবল প্রতিক পেয়েছেন।
দীঘিনালা উপজেলায় চেয়ারম্যান পদে মো. কাশেম আনারস এবং ধর্ম জ্যোতি চকমা মোটরসাইকেল প্রতিক পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে মোস্তফা কামাল টিউবওয়েল, মো. সোলাইমান টিয়াপাখি এবং সুসময় চাকমা চশমা প্রতিক পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিলকিছ বেগম প্রজাপতি এবং সিমা দেওয়ান কলস।
পানছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে মিটন চাকমা আনারস এবং চন্দ্র দেব চাকমা কাপ পিরিচ প্রতিক পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে কিরণ ত্রিপুরা চশমা , জয়নাথ দেব তালা , লোকমান হোসেন বৈদ্যুতিক বাল্ব এবং সৈকত চাকমা টিউবওয়েল প্রতিক পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনিতা ত্রিপুরা ফুটবল এবং সুজাতা চাকমা কলস প্রতিক পেয়েছেন।