নজরুল ইসলাম : চট্টগ্রামে ঐতিহ্যবাহী পাহাড়তলী চক্ষু হসপিটালে গত ১৬ এপ্রিল ইউনিফর্ম পলিসি ড্রেস কোড
পার্সোনাল অ্যাপিয়ারেন্স স্ট্যান্ডার্ড এবং গ্রুমিং কোড শিরোনামের তিন পৃষ্ঠার একটি অফিস আদেশ প্রকাশিত হয়।যাতে নারী কর্মচারী কর্মকর্তাদের বোরকা , নেকাব পরিধানে নিষেধাজ্ঞা আরোপিত হয়।
উল্লেখিত নীতিমালার কঠোর সমালোচনা করে চরমোনাই পীরের সংগঠন জাতীয় ওলামায়ে আইম্মা পরিষদের পক্ষ থেকে চক্ষু হাসপাতালের কর্তৃপক্ষ বরাবর হসপিটালের নীতিমালা গুলো কোরআন সুন্নাহর নীতি-নির্দেশনা সাথে সাংঘর্ষিক এবং ৯২% মুসলমানের সংস্কৃতির সাথে তামাশা করা হচ্ছে বলে কোরআন হাদিসের রেফারেন্স সহকারে উল্লেখ করে স্মারকলিপি প্রদান করেন।
প্রতিনিধি দলের প্রতিনিধিত্বে ছিলেন জাতীয় ওলামা আইম্মা পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি জনাব ডক্টর বেলাল নূর আজিজী,নগর সেক্রেটারি মুফতি গোলাম কিব্রিয়া শরীফী,ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর এর সহ-সভাপতি মাওলানা বোরহান উদ্দিন আলবারী,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খলিল, মুফতি রিদওয়ানুল হক শামসি মাওলানা আমজাদ হোসাইন মাওলানা এমদাদ হোসেন কবির
মাওলানা শাহ ইমদাদুল হক ফেরদৌস
প্রমুখ।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে দুঃখ প্রকাশ করে বলেন আমাদের লেখার ভাষাটা এভাবে বুঝা গেলেও আমাদের উদ্দেশ্য এমন ছিল না অচিরেই আমরা সংস্কারকৃত নতুন কপি প্রকাশ করব
পরবর্তীতে প্রতিনিধি দল কুশল বিনিময় শেষে সাংবাদিক সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন