কামরুল হাসান: চট্টগ্রামের মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এনায়েত হোসেন নয়নের কাপ পিরিচ মার্কার সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে যুবলীগ।
শনিবার (২৭ এপ্রিল) বিকালে উপজেলার বড়দারোগা হাট থেকে বারৈয়ারহাট বাজার পর্যন্ত মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন সহস্রাধিক যুবলীগ নেতাকর্মী। পরে বারইয়ারহাট পৌরসভা সদরের গ্রীণ পার্ক এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের সহ-সভাপতি আশরাফুল কামাল মিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল ভূইয়ায় সঞ্চালনায় এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রার্থী এনায়েত হোসেন নয়ন, মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম দিদার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাসেল ইকবাল চৌধুরী, যুগ্ম সম্পাদক ফরহাদ হোসাইন, যুবলীগ নেতা বাদশা, আবু নোমান, আফসার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, চেয়ারম্যান প্রার্থী এনায়েত হোসেন নয়নের কাপ পিরিচ সমর্থনে উপজেলা যুবলীগ আগামী ৮ মে বিকাল পর্যন্ত মাঠে থাকবে। এছাড়া উপজেলা যুবলীগ ছাড়াও ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভার যুবলীগের নেতৃবৃন্দ মাঠে থেকে কাপ পিরিচের পক্ষ কাজ করবে।