সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
চুনতি হযরত বড় মিয়াজী ও ছোট মিয়াজী মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হলেন ডাঃ মাহমুদুর রহমান হাতিয়ায় গৃহিণীকে পিটিয়ে জখম: থানায় অভিযোগ বিদ্যুৎ বিলের কপিতে হাসিনার স্লোগান,গ্রাহকদের ক্ষোভ হাতিয়ায় ইটভাটা মালিক সমিতির কমিটি গঠন মিরসরাইয়ে ‘বিএনপির অনুমতি না নেয়ায়’ জামায়াতের কর্মী সমাবেশে হামলা, অভিযোগ সাংবাদিকসহ আহত-১০ নাহার এগ্রো’র বিজনেস পার্টনার্স কনফারেন্স ২০২৪ অনুষ্ঠান সম্পন্ন সাংবাদিক মোমিনুল ইসলামের শ্রদ্ধেয় পিতা মোহাম্মদ হোসেন আর নেই হাতিয়ায় বৃদ্ধাকে পিটিয়ে জখম,থানায় অভিযোগ গাজীপুর মহানগর,কোনাবাড়ীতে ওয়াজ ও দোয়া মাহফিল সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মনিরুলের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

খাগড়াছড়ি চার উপজেলায় কে কোন প্রতীক পেলেন

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৫৭ বার পঠিত
আপডেট : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১:৫৬ পূর্বাহ্ণ

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে খাগড়াছড়ির চার উপজেলার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তার কার্যালয়ে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

নির্বাচন অফিস সূত্র জানায়, তফশীল অনুযায়ী আজ ২৩ এপ্রিল প্রথম ধাপে উপজেলা প্রার্থীদের প্রতীক বরাদ্দের দিন। লক্ষ্মীছড়ি মানিকছড়ি, রামগড় ও মাটিরাঙ্গা উপজেলা প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

লক্ষ্মীছড়ি উপজেলার চেয়ারম্যান পদে রতন বিকাশ চাকমা হেলিকপ্টার প্রতীক, সাথোয়াইঅং মার্মা আনারস এবং সুপার জ্যোতি চাকমা কৈ মাছ প্রতিক পেয়েছেন । ভাইস চেয়ারম্যান পদে রতন বিকাশ চাকমা টিউবওয়েল ও রাজেন্দ্র চাকমা চশমা প্রতিক পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান অংক্রইপ্রু মারমা ফুটবল ও মিনুচিং মারমা পদ্ম ফুল মার্কায় নির্বাচন করবেন।

মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান পদে মো. আবদুল হামিদ মোটরসাইকেল, মো. জয়নাল আবেদীন আনারস এবং মো. রফিকুল ইসলাম দোয়াত-কলম প্রতিক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে চলাপ্রু মারমা মাইক, জাহেদুল আলম তালা, মো. মোকতাদের হোসেন বই এবং মো. সামায়উন ফরাজী টিউবওয়েল প্রতিকে নির্বাচন করবেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নূরজাহান আফরনি (লাকী) হাঁস এবং রাহেলা আক্তার ফুটবল প্রতিক পেয়েছেন।

মাটিরাঙ্গা উপজেলায় চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম ভুইয়া কৈ মাছ, মো. তাজুল ইসলাম মোটরসাইকেল, মো. রফিকুল উসলাম আনারস এবং রহিছ উদ্দিন দোয়াত-কলম প্রতিক পেয়েছেন । ভাইস চেয়ারম্যান পদে অনি রঞ্জন ত্রিপুরা বই, আলী হোসেন চশমা, মো. দেলোয়ার হোসেন মাইক প্রতিক পেয়েছেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোয়ারা বেগম হাঁস, মোছাঃ আমেনা বেগম ফুটবল এবং হাছিনা বেগম কলস প্রতিকে নির্বাচন করবেন।

রামগড় উপজেলায় চেয়ারম্যান প্রার্থী কংজঅং মারমা ঘোড়া প্রতীক, বিশ্ব প্রদীপ কুমার কারবারী আনারস প্রতিক, মো. আব্দুল কাদের দোয়াত-কলম প্রতিক পেয়েছেন । ভাইস চেয়ারম্যান পদে মোবারক হোসেন চশমা, মো. আনোয়ার ফারুক টিয়া পাখি, মো. ওমর ফারুক মাইক, মো. নুরুল আমিন টিউবওয়েল এবং মো.শামছুউদ্দিন মিলন তালা মার্কা পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাছিমা আহসান নীলা প্রজাপতি এবং হাছিনা আক্তার কলস প্রতীক নিয়ে লড়বেন।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর