শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন

নরসিংদীতে এক চালকের ‘ঘুষিতে’ আরেক চালকের মৃত্যু

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৪৬ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ৩:৩২ অপরাহ্ণ
নরসিংদীতে এক চালকের ‘ঘুষিতে’ আরেক চালকের মৃত্যু
নরসিংদীতে এক চালকের ‘ঘুষিতে’ আরেক চালকের মৃত্যু

নগর ডেস্কঃ  নরসিংদীতে পিকআপভ্যান চালকের ঘুষিতে মুনতাহার হোসেন (৪০) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। সোমবার (০১ এপ্রিল) রাতে ঢাকা-সিলেট মহাসড়কে শহরের সাহেপ্রতাব এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুনতাহার কিশোরগঞ্জের সদর উপজেলার নিউটাউন এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

জানা যায়, কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি বিস্কুটের কার্টনবাহী ট্রাক ঢাকা-সিলেট মহাসড়কের সাহেপ্রতাব এলাকায় এলে পেছন দিক থেকে একটি পিকআপভ্যান ট্রাকটিকে ধাক্কা দেয়। এ নিয়ে দুই চালকের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে পিকআপভ্যানের চালক গাড়ি থেকে নেমে এসে ট্রাক চালক মুনতাহারের গলায় একটি ঘুষি মারলে সঙ্গে সঙ্গেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। ঢাকায় নেওয়ার পথেই মারা যান তিনি।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভির আহমেদ বলেন, বিষয়টি শুনেছি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর