খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব “বৈসাবি” উৎসবমুখর করতে খাগড়াছড়িতে ১২ দিন ব্যাপি মেলার আয়োজন করা হয়েছে। জেলা শহরের নিউজিল্যান্ড সড়কের প্রবেশ মূখে বিশাল এলাকাজুড়ে বসেছে মেলা।
মেলায় ৬৮ টি স্টলে থাকছে পাহাড়ের রকমারি ঐতিহ্যবাহী পণ্যের পসরা, খাবার,ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিজস্ব বিভিন্ন ধরনের খেলাধুলা, জলকেলি (পানি খেলা)। এছাড়াও মেলা চলাকালীন সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন রয়েছে।
সোমবার (০১ এপ্রিল) সন্ধ্যায় উৎসবমুখোর পরিবেশে বৈসাবি মেলার উদ্বোধন করা হয়েছে। বেলুন উড়িয়ে, ফিতা কেটে মেলার উদ্বোধন করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
এসময় মেলার কমিটির আহবায়ক রবি শংকর তালুকদার, সদস্য সচিব কিরন চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য এড. আশুতোষ চাকমা, ক্যজরী মারমা, শতরুপা চাকমা, নিলোৎপল খীসা, সাবেক জেলা পরিষদ সদস্য বুদ্ধ লাল চাকমা,হেডম্যান এসোসিয়েশন সভাপতি রণিক ত্রিপুরা,কমলছড়ি ইউপি চেয়ারম্যান সুনীল চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেলার আয়োজকরা জানান, ” বৈসাবি” মেলার মধ্য দিয়ে পাহাড়ের সকল সম্প্রদায়ের মেলবন্ধন অক্ষুন্ন থাকবে। পার্বত্য চট্টগ্রামে বসবাসরতদের সম্প্রীতি বজায় রেখে পাহাড়কে শান্তির নিবাস ভূমিতে পরিনত করবে। নিজ নিজ সংস্কৃতি, ঐতিহ্যকে ধরে রেখে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে এমন মেলার আয়োজন ভুমিকা রাখবে।
“বৈসাবি” মেলায় আসা শিশুদের বাড়তি বিনোদনের জন্য রাখা হয়েছে নাগরদোলা, রেলগাড়ীরসহ বিভিন্ন ধরনের রাইড।