শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
লামায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত সেনবাগে গণ অভ্যুত্থানে নিহত/আহতদের স্মরণসভা ও আর্থিক অনুদান প্রদান। বান্দরবানে সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের অবৈধ সম্পদের পাহাড় হাতিয়ায় দুর্গাপূজা উদযাপন কমিটির মতবিনিময় সভা ভারতের বিপক্ষে বিশাল ব্যবধানে বাংলাদেশের হার আইনজীবী ইউসুবের হয়ে সাংবাদিক কে হুমকি দিয়েছে যুবদল নেতা সবুজ চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা সেনবাগে আশ্রয় কেন্দ্রে জন্ম নেয়া শিশুর জন্য উপহার নিয়ে আশ্রয় কেন্দ্রে ইউএনও বৈষম্য বিরোধী আন্দোলনে আহত তানজিতের চিকিৎসায় ১ লক্ষ টাকা দিয়েছেন ওয়াদুদ ভুইঁয়া মিরসরাইয়ে বন্যার্ত ৪১ কৃষককে বিনামূল্যে ধানের চারা ও সার বিতরণ করলো অদম্য যুব সংঘ

ঢাকায় সকালে ৮৩ কিমি বেগে ঝড়, পাঁচ অঞ্চলে সংকেত

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৫২ বার পঠিত
আপডেট : রবিবার, ৩১ মার্চ, ২০২৪, ৩:০৪ অপরাহ্ণ
ঢাকায় সকালে ৮৩ কিমি বেগে ঝড়, পাঁচ অঞ্চলে সংকেত
ঢাকায় সকালে ৮৩ কিমি বেগে ঝড়, পাঁচ অঞ্চলে সংকেত

নিজস্ব ডেস্কঃ ঢাকাসহ বিভিন্ন বিভাগের ওপর ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস অনুযায়ী রাজধানীবাসী সকালেই দেখলো কালবৈশাখী। তবে বৃষ্টিপাতের মাত্রা ছিল হালকা ধরনের।

আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার (৩১ মার্চ) সাতটার দিকে দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রঝড়ও হয়। রাজধানীতে বাতাসের গতিবেগ উঠে যায় ঘণ্টায় ৮৩ কিলোমিটার। আর বৃষ্টিপাত হয়েছে ৫ মিলিমিটার।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, বর্তমানে কালবৈশাখীর মৌসুম চলছে। এই সময় এর চেয়ে বেশি গতির ঝড়-বৃষ্টি হওয়াও স্বাভাবিক।

অন্য এক পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, সন্ধ্যা নাগাদ কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

বর্তমানে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ অবস্থায় সোমবার (০১ এপ্রিল) সকাল পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কি.মি., যা অস্থায়ীভাবে দমকা হাওয়ায় ৪০-৫০ কি.মি. বেগে বৃদ্ধি পেতে পারে।

সোমবার সকাল থেকে মঙ্গলবার (০২ এপ্রিল) সকাল পর্যন্ত ঢাকা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার সকাল থেকে বুধবার (০৩ এপ্রিল) সকাল পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় দিনের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর