খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি প্রেসক্লাব নির্বাচনে সভাপতি চৌধুরী আতাউর রহমান রানা এবং সাধারণ সম্পাদক হিসেবে আবু দাউদ নির্বাচিত হয়েছেন।
৬বছর পর অনুষ্ঠিত প্রেসক্লাব নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁরা নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে নব নির্বাচিতদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি জীতেন বড়ুয়া, সাধারণ সম্পাদক আবু তাহের মাহমুদ, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, প্রেসক্লাবের অর্থ সম্পাদক চিংমেপ্রু মারমা, সিনিয়র সাংবাদিক আজিমুল হক, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নুরুল আজম, প্রেসক্লাব সদস্য সাংবাদিক আজাহার হীরা, তমাল দাস লিটন, অপু দত্ত উপস্থিত ছিলেন।
সদ্য নির্বাচিত খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি চৌধুরী আতাউর রহমান রানা জেলার জেষ্ঠ্য সাংবাদিক ও স্থানীয় দৈনিক অরণ্য বার্তার প্রকাশক ও সম্পাদক এবং সাধারণ সম্পাদক আবু দাউদ দৈনিক কালের কণ্ঠ, এটিএন বাংলা এবং এটিএন নিউজের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি।