কামরুল হাসানঃ- মিরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা,নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
শনিবার ( ০৯ মার্চ) দুপুর ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মিরসরাইয়ের সাংসদ মাহবুব রহমান রুহেল এমপি।
এ সময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন,
ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার, ইছাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, ওচমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম ফিরোজ, সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী, খৈয়াছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক জুন সহ উপজেলার বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা রমজানে বিভিন্ন বাজারে মনিটরিং , দোকানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, বাজারে রাতে বখাটে আড্ডা প্রতিরোধ, ইভটিজিং, ঈদ বাজারকে কেন্দ্র করে চাদাঁবাজি বন্ধ করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।