শুক্রবার, ০৯ মে ২০২৫, ০২:২৭ অপরাহ্ন

খাগড়াছড়িতে অবৈধ বিদেশি সিগারেটসহ আটক এক

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২৩৫ বার পঠিত
আপডেট : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪, ২:২০ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে অবৈধ বিদেশি সিগারেটসহ তনয় চাকমা (২৭) নামে একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাতে ভাইবোন ছড়া পুলিশ ফাঁড়ির সামনে থেকে তাকে আটক করা হয়েছে। আটক তনয় চাকমা ভাইবোন ছড়া ইউনিয়নের চিত্তরঞ্জন পাড়ার বরেন্দ্র চাকমার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাইবোন ছড়া পুলিশ ফাঁড়ির সামনে একটি ব্যাটারি চালিত অটোরিকশা তল্লাশি চালিয়ে ১৯১ কার্টুন বিদেশি সিগারেটসহ তাকে আটক করা হয়েছে। ভারত থেকে অবৈধ ভাবে নিয়ে আসা এসব সিগারেট খাগড়াছড়ি শহরে আনা হচ্ছিল।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানভীর হাসান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক তনয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আটক সিগারেটের আনুমানিক মূল্য প্রায় দুই লক্ষ টাকা জানান তিনি।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর