কামরুল হাসানঃ- চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে বসা ১৫ টি দোকান উচ্ছেদ করেছে কুমিরা হাইওয়ে পুলিশ।
শনিবার (৩ ফেব্রুয়ারী) সকাল ১১টা থেকে দুই ঘণ্টা ব্যাপী উপজেলার বড়দারোগা হাট এলাকায় এ অভিযান চালানো হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেওয়া অফিসার এসআই মো: আলমগীর হোসান জানায়, অবৈধ দখলে নিয়ে দোকানপাট স্থাপন করায় সাধারণ মানুষের চলাচল ও যানবাহন থামতে অসুবিধা হচ্ছিল। তাই অভিযান চালিয়ে কুলিং কর্নার, চায়ের দোকান, ফল বিক্রির দোকানসহ ১৫টি দোকান উচ্ছেদ করা হয়।
এবিষয়ে কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে কাজ করছে পুলিশ। অভিযানে দোকানদারদের মহাসড়কের পাশে না বসতে নির্দেশনা দেয়া হয়েছে। অমান্য করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।