শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন

মাদক নির্মূলে বিশেষ অবদান রাখায় ওসি মোঃ আরিফুল আমিনকে সম্মাননা

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৪২ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪, ১:৪৬ পূর্বাহ্ণ

গুইমারা প্রতিনিধি:মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় গুইমারা থানার অফিসার ইনচার্জ মোঃ

আরিফুল আমিন’কে গুইমারা উপজেলা পরিষদের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

৩১ জানুয়ারী বুধবার গুইমারা উপজেলা পরিষদ মিলনায়তনে এই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা ও উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী। পেশাগত দ্বায়িত্ব পালনে সক্রিয় থেকে ভূমিকায় রাখায় এই সম্মাননা পুরষ্কার দেয়া হয়। পুরষ্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় মোঃ আরিফুল আমিন বলেন তাদের দেওয়া এই সম্মাননা আমার পেশাগত দ্বায়িত্ব পালনে আমাকে অনুপ্রাণিত করবে। তিনি বলেন এই অর্জন গুইমারা উপজেলার সকল সম্মানিত নাগরীকবৃন্দের ও আমার সম্মানিত সহকর্মীদের। এই পুরস্কার তাদের জন্য উৎসর্গ করছি। সকলের সহযোগিতায় মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষার এই কাজ অব্যাহত রাখতে চাই।

উল্লেখ গত (১৬জানুয়ারী) গহীন অরণ্যে দূর্গম পাহাড়ে দুঃসাহসিক অভিযান করে প্রায় ৩০কোটি ২৫লাখ টাকার ৩০,২৫০ কেজি গাঁজা উদ্ধার করে মাদক নিমূলে অসামান্য অবদান রাখায় গুইমারা থানার অফিসার ইন চার্জ’কে উপজেলা পরিষদের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর