খাগড়াছড়ি প্রতিনিধি: শীতার্ত ছিন্নমূল মানুষের শীত নিবারণে পাশে দাঁড়িয়েছেন খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর।
রবিবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে আটটার পর জেলা শহরের বিভিন্ন গলিতে ঘুরে ঘুরে অসহায় এসব মানুষদের শীত নিবারণে কম্বল দিয়েছেন তিনি।
এ মানবিক সহায়তা কার্যক্রমে অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন, খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর হাসানসহ জেলা পুলিশের কর্মকর্তারা অংশ নেন।
জেলা শহরের মানসিক ভারসাম্যহীন ছিন্নমূল মানুষসহ প্রায় শতাধিক শীতার্তদের কম্বল দেওয়া হয়েছে।
পুলিশ সুপার মুক্তা ধর জানান, যে কোনো দূর্যোগে পুলিশ সহায়তা নিয়ে দেশের মানুষের পাশে দাঁড়ায়।খাগড়াছড়ি জেলায় মানুষের সেবায় মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।