মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শারদীয় দূর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন ১০ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন দেশনেত্রী বেগম জিয়ার গাড়ি বহরে হামলার মামলা লামায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত সেনবাগে গণ অভ্যুত্থানে নিহত/আহতদের স্মরণসভা ও আর্থিক অনুদান প্রদান। বান্দরবানে সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের অবৈধ সম্পদের পাহাড় হাতিয়ায় দুর্গাপূজা উদযাপন কমিটির মতবিনিময় সভা ভারতের বিপক্ষে বিশাল ব্যবধানে বাংলাদেশের হার আইনজীবী ইউসুবের হয়ে সাংবাদিক কে হুমকি দিয়েছে যুবদল নেতা সবুজ চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা সেনবাগে আশ্রয় কেন্দ্রে জন্ম নেয়া শিশুর জন্য উপহার নিয়ে আশ্রয় কেন্দ্রে ইউএনও

নতুন বইয়ের গন্ধে জীবনকে আলোকিত করতে হবে- ডেজী চক্রবতী

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৭৩ বার পঠিত
আপডেট : সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ

সাগর চক্রবর্তী কমল,বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি : উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসা সমুহে ‘বই উৎসব’ পালিত হয়েছে। নতুন বছরের প্রথম দিনে নতুন বইয়ের গন্ধ শুকে, নতুন শ্রেণিতে একটি নতুন শিক্ষা বছর শুরু করেছে এখানকার শিক্ষার্থীরা। নতুন বই হাতে ক্ষুদে শিক্ষার্থীদের উল্লাস প্রকাশ করতে দেখা গেছে।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতনে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন বই তুলে দিয়ে মাটিরাঙ্গায় বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও বনশ্রী বিদ্যানিকেতনের পরিচালনা কমিটির সভাপতি মিজ ডেজী চক্রবর্তী। এসময় মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশ্রাফুল আলম সিরাজী ও উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার অনুপম শীল, অংহ্লাপ্রæ মারমা, মাটিরাঙ্গা উপজেলা রিসোর্স কর্মকর্তা মোহাম্মদ আসগর হোসেন, বনশ্রী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিকসহ অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতনে বই বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী নতুন বইয়ের গন্ধ কখনো পুড়িয়ে যাবেনা উল্লেখ করে বলেন, নতুন বইয়ের গন্ধে জীবনকে আলোকিত করতে হবে। তিনি কবি নজরুল ইসলামের কবিতার শেষ লাইন ‘বিশ^ জগত দেখবো আমি আপন হাতের মুঠোয়’ উদ্বৃত করে বলেন, তথ্য-প্রযুক্তির এ যুগে যেনতেন লেখাপড়া নয় বরং প্রকৃত শিক্ষা গ্রহণ করতে হবে। প্রকৃত শিক্ষা গ্রহণের মাধ্যমে নিজের শ্যেষ্ঠত্ব প্রমান করতে হবে। এখন সারাদেশে শিক্ষার্থীরা বিনামূল্যে নতুন বই পাচ্ছে। সকলের শিক্ষা গ্রহণ নিশ্চিত করতেই সরকারের এ উদ্যোগ। একটি শিশুও শিক্ষা থেকে বঞ্চিত হবে না। প্রতিবছর বছরের প্রথম দিনেই নতুন বই পাবে। শিশুরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ পরিচালনায় নিজেদের আত্মনিয়োগ করবে বলেও আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

এদিকে মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতনে বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের পরপর মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসা ও মাটিরাঙ্গা মডেল উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বারম্বরে ‘বই উৎসব’ পালিত হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর