খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে প্রতীক পেয়ে উচ্ছ্বসিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।সোমবার (১৮ডিসেম্বর) বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক সহিদুজ্জামান।
২৯৮ নং সংসদীয় এই আসনটিতে নৌকা প্রীতিকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন তাঁরা।
জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রওয়াজা লাঙ্গল প্রতিক পেয়েছেন। তিনি বিজয় লাভ করলে পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে থাকা নারীদের আর্থিক স্বচ্ছলতার পাশাপাশি নারী ক্ষমতায়নে কাজ করবেন। নির্বাচনে তূলনামূলক প্রতিদ্বন্দ্বিতা হবে এমন প্রত্যাশা তাঁর।
নতুন রাজনৈতিক দল হিসেবে জাতীয় নির্বাচনে অংশ নেওয়া তৃণমূল বিএনপির প্রতীক ‘সোনালী আঁশ’ পেয়েছেন উশৈপ্রু মারমা। তিনি নির্বাচিত হলে এলাকার শান্তি শৃঙ্খলা উন্নয়নে কাজ করবেন।
‘আম’ প্রতীক পেয়েছেন ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মোহাম্মদ মোস্তফা। জয়ের ব্যাপারে তিনিও আশাবাদী। বিজয়ী হলে যুবসমাজের কর্মসংস্থান করবেন এমন প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
নৌকা প্রীতিকে তৃতীয় বারের মতো নির্বাচনে লড়ছেন কুজেন্দ্র লাল ত্রিপুরা। জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তিনিও। জয়ী হলে জেলায় শিক্ষা ব্যবস্থার আরো উন্নয়ন করবেন এমন প্রতিশ্রুতি দিয়েছেন। জেলার মহালছড়ি থেকে ১৯ ডিসেম্বর আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন তিনি।
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর, জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক জোনায়েদ কবির সোহাগসহ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চারজন প্রার্থী উপস্থিত ছিলেন।
২৯৮ নং এ আসনে এবার ভোটার সংখ্যা ৫লাখ ১৫ হাজার ৪শত ১৯ জন। এর মধ্যে পুরুষ ২লাখ ৬২ হাজার ৪৪জন এবং নারী ভোটার রয়েছে ২লাখ ৫৩ হাজার ৩শত ৭৩ জন। জেলায় ১৯৬ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।