খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে নানা কর্মসূচীর মধ্যদিয়ে ৫২তম মহান বিজয় দিবস পালন করা হচ্ছে। ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে কর্মসূচীর সূচনা হয়।স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর সেনাদের শ্রদ্ধা জানানো হয়।
ভোরে জেলা শহরের চেঙ্গী স্কোয়ার সংলগ্ন স্মৃতি সৌধে প্রথমে মুক্তিযোদ্ধাদের পক্ষথেকে ফুল দেয়া হয়। এর পর শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কেফার্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি,জেলা পরিষদ চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী,জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তাধর,খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এর পর বিভিন্ন সরকারী দপ্তর,খাগড়াছড়ি প্রেসক্লাব,সাংবাদিক ইউনয়নসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতি সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দল ও সহযোগী সংগঠন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,শিক্ষক ও ছাত্র ছাত্রীদের পক্ষথেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এছাড়াও সকাল ৮টায় খাগড়াছড়ি ষ্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা ও খেলাধুলাসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।