মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন

মিরসরাইয়ে মিঠাছরায় আগুনে পুড়লো ৮ ব্যবসা প্রতিষ্ঠান

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩৪৫ বার পঠিত
আপডেট : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩, ২:৫৮ অপরাহ্ণ

কামরুল হাসান: চট্টগ্রামের মিরসরাইয়ের মিঠাছরা বাজারে অগ্নিকাণ্ডে ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

আগুনে ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠানগুলো হলো— আনোয়ার হোসেনের মুদি দোকান, রফিকুল ইসলামের ডেকোরেটরের দোকান, খোকনের দুটি দোকান, সাইফুল ইসলামের লাইটিংয়ের দোকান, ফার্নিচার গোডাউন।

মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশন অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, মিঠাছরা বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এতে বাজারের অনেক দোকান রক্ষা পেয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর