সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন

মিরসরাইয়ে পুলিশের আসামী বহনকারী গাড়ির ধাক্কায় বৃদ্ধা নিহত

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩১৩ বার পঠিত
আপডেট : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ৩:২৫ অপরাহ্ণ

কামরুল হাসানঃ- মিরসরাইয়ে পুলিশের আসামী বহনকারী গাড়ির ধাক্কায় ফিরোজা বেগম (৫৪) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। বুধবার (০৬ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার দূর্ঘাপুর ইউনিয়নে পরিষদের সামনে এই দূর্ঘটনা ঘটে।

নিহত ফিরোজা বেগম মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের ভূঁইয়া গ্রামে এলাকার হাজি মুজিবুল হক মেস্ত্রী বাড়ির এনামুল হকের স্ত্রী।

নিহতের ছেলে মহিউদ্দিন বলেন,’আমার মা ডাক্তার দেখাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেয়েছে। ঠাকুরদিঘী এলাকায় মহাসড়কে পুলিশের আসামী বহনকারী একটি হাইস গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলে মায়ের মৃত্যু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক মোমিতা রায় জানান, দুর্ঘটনায় কবলিত নারী হাসপাতালে আনার পূর্বে মারা গেছে। শরীরের বেশ কয়েটি স্থানে আঘাত পেয়েছেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর