সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন

কাঠ পোঁড়ানোর দায়ে খাগড়াছড়ির দুই ইঁটভাটায় জরিমানা

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩১৫ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ১২:০২ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি প্রতিনিধি : কাঠ পোঁড়ানোর দায়ে খাগড়াছড়ির দুই ইঁটভাটার মালিককে জরিমানা করা হয়েছে। খাগড়াছড়ি জেলা সদরের কমলছড়ির দুই ইঁট ভাটায় এ অভিযান করা হয়।

সোমবার ৪ ডিসেম্বর সকালে অভিযানে অবৈধ ভাবে জ্বালানি হিসেবে বনের কাঠ পোঁড়ানোর দায়ে দুই ইটভাটার মালিককে প্রতিজনকে ৫০ হাজার টাকা করে দু’জনকে ১ লক্ষ টাকা অর্থ দণ্ড দেওয়া হয়।

এ সময় জব্দ করা হয় কাঠ। জব্দকৃত এসব কাঠ স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রেখে নিলামের মাধ্যমে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান সূত্র।

বিষয়টি নিশ্চিত করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। তিনি জানান, ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ পোঁড়ানোর ফলে দুই ইটভাটাকে সংশ্লিষ্ট ধারায় জরিমানা করা হয়েছে। এ ধারা অব্যাহত থাকবেও তিনি জানান।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর