শিহাব হোসেন: ৩০নভেম্বর রোজ বৃহস্পতিবার মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের জালশুকা গ্রামে যুব সমাজের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় ওয়াজ ও দোয়া মাহফিলে জালশুকা এলাকা সহ আসে পাশের অনেক মানুষের উপস্থিতি ঘটে।
ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ইয়াসিন আরাফাত দ্বিতীয় আলোচক মুফতি আরিফ বিল্লাহ আল হুমাইদী এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মওলানা মুফতি আবু রায়হান সাক্কী ও হাফেজ মাওলানা মোঃ জাকারিয়া সাহেব।
ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করেন হযরত মওলানা মোঃ সোহরাব হোসেন প্রধান অতিথি জনাব মোঃ সাইদুর রহমান খান সাইদ সম্মানিত অতিথি জনাব মোঃ সাদু বেপারী মাহফিল পরিচালনা করেন মওলানা মনজুরুল ইসলাম ও মুফতি নাজমুল ইসলাম এবং সাবিক সহযোগিতা ছিলেন জালশুকা গ্রামবাসী ও হিলফুল ফুজুল যুব সংঘ।