খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়িতে দেশীয় তৈরি চোলাইমদসহ মো. নূরুল হক (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে দশটার দিকে খাগড়াছড়ি চট্টগ্রাম মহাসড়কের যোগ্যাছলা ইউনিয়নের গরমছড়ি এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে ৪০ লিটার চোলাইমদ আটক করে।
এসময় মদ বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটক মাদক ব্যবসায়ী নূরুল হক জেলার গুইমারা উপজেলার লুন্দুক্যাপাড়া এলাকার মৃত মোস্তফা মিয়ার ছেলে।
মানিকছড়ি থানার এসআই ঝন্টু চন্দ্র দে জানান, বিক্রির উদ্দেশ্যে গুইমারা থেকে চোলাইমদ চট্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছিল। বিশ্বস্ত সূত্রে তথ্য পেয়ে মহাসড়কে মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে আটক করা হয়। আটকের বিরুদ্ধে মানিকছড়ি থানায় অবৈধ মাদকদ্রব্য ব্যবসা মামলা দায়ের করা হয়েছে।