সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন

খাগড়াছড়ির আলোচিত ব্যবসায়ী অপহরণের ঘটনায় স্বামী স্ত্রীসহ আটক ৩

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৩৩ বার পঠিত
আপডেট : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩, ১১:১৮ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির আলোচিত ব্যবসায়ী অপহরণের ঘটনায় ১৪ দিন পর ঘটনার সাথে সম্পৃক্ততার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানিয়েছেন খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর।

আটকৃতরা হলেন রাঙ্গামাটি জেলার লংগদু এলাকার বাসিন্দা মিয়া ধন চাকমা (২৭) এবং তার স্ত্রী সন্ধ্যা চাকমা (২৪)। অপর আসামী ধনঞ্জয় চাকমা (৫৫) খাগড়াছড়ি জেলার দীঘিনালার কলো চাকমার ছেলে।

আটকৃতরা বৃহস্পতিবার বিকেলে আদালতে অপহরণের ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর জানান, জুয়া খেলাকে কেন্দ্র করে এ অপহরণের ঘটনাটি ঘটিয়েছে। অধিকতর তদন্তের মাধ্যমে অপহৃত ভিকটিমকে উদ্ধারে কাজ করছে পুলিশ।

প্রসঙ্গত : গত ৯ নভেম্বর বাগান দেখার উদ্দেশ্যে ঘর থেকে বের হন ব্যবসায়ী শফিকুল ইসলাম রাসেল। পরে মুঠোফোনে রাসেলের মুক্তিপণ দাবী করা হয়। দাবীকৃত টাকা পরিশোধ করা হলেও এখনো তাকে মুক্তি দেয়া হয়নি।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর