সেনবাগ(নোয়াখালী) প্রতিনিধি: সেনবাগের উপজেলা কমপ্লেক্স,ভূমি অফিস,সাব রেজিস্ট্রি অফিস ভবন,শিক্ষা প্রতিষ্ঠান সহ ১৬০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত বিভিন্ন ভবনের উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম।
শনিবার সেনবাগ উপজেলা অডিটোরিয়ামে একযোগে এ সকল ভবন গুলো উদ্বোধন করা হয়।
এসময় সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সানজি গ্রুপের কর্ণধার লায়ন জাহাঙ্গীর আলম মানিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, অবসরপ্রাপ্ত জেলা জজ আলী হায়দার,ডমুরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শওকত হোসেন কানন, মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আলম রিগান,প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে বর্ণাঢ্য র্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা সহ নানা আয়োজনে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সকালে এ উপলক্ষে সেনবাগ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন,ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলমের স্থানীয় প্রতিনিধি কামাল উদ্দিন চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা যুবলীগের আহবায়ক জাকারিয়া আল মামুন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান পাটোয়ারী,আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান সিরাজী, জিএস আবদুল গণি, আবু আব্বাস চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মিঠু, আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন । শেষে আনুষ্ঠানিকভাবে কেক কাটা হয়।