কামরুল হাসান : সদ্য ঘোষিত মিরসরাই উপজেলার ৪ টি ইউনিটের নবগঠিত ছাত্রলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। রবিবার (১২ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলায় চত্ত¡রে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মিরসরাই কলেজ, মিরসরাই পৌরসভা, দুর্গাপুর ও মিঠানালা ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মী।
দীর্ঘ ১ যুপ বছর পর মিরসরাই পৌরসভা, দুর্গাপুর ও মিঠানালা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা হওয়ায় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে উজ্জীবিত দেখা গেছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা, যুগ্ম আহবায়ক জাফর ইকবাল নাহিদ, মিরসরাই কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর জামান রিফাত, উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাউসার আহাম্মেদ আরিফ, প্রচার সম্পাদক এসএম নেওয়াজ চৌধুরী, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এমরান হোসেন আরিফ, নিজামপুর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম আরিয়ান, ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিয়াদ হোসেন, সাধারণ সম্পাদক কামরুল হাসান রনি, জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেফায়েত হোসেন, নবগঠিত মিরসরাই কলেজ ছাত্রলীগের সভাপতি সরোয়ার জামান সিফাত, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপন, মিরসরাই পৌরসভা ছাত্রলীগের আহবায়ক আলা উদ্দিন আলো, দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফয়জুল ইসলাম অনিক, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম ইকরান, মিঠানালা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক জামশেদ আলম বাবু, যুগ্ম আহবায়ক মো. সরোয়ার হোসেন, মো. আলতাফ হোসেনসহ নবগঠিত ৪ টি ইউনিটের ইউনিটের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটির মিরসরাই পৌরসভা ছাত্রলীগের আহবায়ক আলা উদ্দিন আলো বলেন, দীর্ঘ ১ যুগ পরে মিরসরাই পৌরসভা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আমাকে আহবায়ক করায় মিরসরাইয়ের অভিভাবক চট্টলমিত্র ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, আগামীর এমপি মাহবুব রহমান রুহেল ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপুর সার্বিক তত্বাবধানে ও উপজেলা ছাত্রলীগের নির্দেশে আগামী নির্বাচনে কাজ করে যাবো।
নবগঠিত কমিটির দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফয়জুল ইসলাম অনিক বলেন, আমি সাবেক কমিটির প্রচার সম্পাদকের দায়িত্বে ছিলাম। নবগঠিত কমিটিতে আমাকে সভাপতি করায় নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরীর তপুর নেতৃত্বে ও উপজেলা ছাত্রলীগের সার্বিক তত্বাবধানে ২০২৪ সালের নির্বাচনে মিরসরাইয়ের আগামীর এমপি মাহবুব রহমান রুহেলের হাতকে শক্তিশালী করার জন্য কাজ করে যাবো। সাবেক কমিটি দীর্ঘদিন নীষ্কিয় থাকলেও আমরা বিভিন্ন ওয়ার্ডে উপজেলা ছাত্রলীগের নির্দেশে সাংগঠনিক কার্যক্রম চালিয়েছি।
মিরসরাই কলেজ ছাত্রলীগের সভাপতি সরোয়ার জামান সিফাত বলেন, কলেজের সাধারণ শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ছড়িয়ে দিতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাব। চট্টলমিত্র প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নির্দেশনায় আগামীর এমপি মাহবুব রহমান রুহেল ভাইয়ের সার্বিক তত্বাবধানে কলেজের মেধাবী অসহায় শিক্ষার্থীদের ভর্তি, ফরম-ফিলাপসহ সংশ্লিষ্ট সাধারণ শিক্ষার্থীদের সার্বিক বিষয়ে পাশে থাকবে মিরসরাই কলেজ ছাত্রলীগ।
এ বিষয়ে মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা বলেন, দীর্ঘদিন যাবৎ মিরসরাই কলেজ, মিরসরাই পৌরসভা, দুর্গাপুর ও মিঠানালা ইউনিয়ন এ ৪টি ইউনিটের সাংগঠনিক কোন কার্যক্রম না থাকায়, সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার লক্ষে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
এদিকে নবগঠিত কমিটির সকলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানার নেতৃত্বে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার অবরোধের বিরুদ্ধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল শোডাউন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।