ছোটন চৌধুরী, মাটিরাঙ্গা প্রতিনিধি: দেশব্যাপী বিএনপি জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস, ঢাকায় পুলিশ সদস্য হত্যা, নৈরাজ্যের প্রতিবাদে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
রোববার ২৯ অক্টোবর, বিকেলের দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত উন্নয়ন সমাবেশে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন মোরশেদ খান।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তালেব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবুল আহাম্মেদ প্রমুখ বক্তব্য দেন।
একই সময়ে উপজেলার সকল নেতাকর্মীদের অংশগ্রহণে শান্তি ও উন্নয়ন সমাবেশের একটি র্যালী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ ফরাজি, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী সহ উপজেলা ও পৌর এলাকার অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।