উত্তরা প্রতিনিধিঃ আজ সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকায় কুমুদখোলা সার্বজনীন শ্রী শ্রী লক্ষ্মী ও দূর্গা মন্দিরে শ্রী অমিত কুমার দাশের সভাপতিত্বে অত্র মন্দির ভিত্তিক সমাজ আয়োজিত বৃহৎ ৩টি উৎসব (দূর্গা পুজা, লক্ষ্মী পুজা ও মহানাম কীর্তন) উদযাপনের লক্ষ্যে ৩টি পৃথক পৃথক কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। উক্ত
সভাটি সঞ্চালনা করেন বাবু নিতাই ভৌমিক।
সভায় উপস্থিত ছিলেন সর্বজন শ্রদ্ধেয় শ্রীমতি বাসনা রানী দাস, সর্ব শ্রী আশানন্দ দাস, পুরি মোহন দাস, সুভাষ চন্দ্র দাস, নেপাল চন্দ্র দাস, বিপিন চন্দ্র দাস, সুধন চন্দ্র দাস, মদন কুমার দাস, অভিনাশ দাস, সূর্য মোহন দাস, দীনেশ চন্দ্র দাস, নরেশ চন্দ্র দাস, উজ্জল চন্দ্র সরকার, সন্তোষ চন্দ্র দাস, রুহী দাস, কৃষ্ণ চন্দ্র দাস, খোকন চন্দ্র বিশ্বাস, বিউটি রানী দাস, দীপ্তি দাশ হলি, পরেশ চন্দ্র দাস, অয়ন চন্দ্র দাস, অনন্য শ্রাবন দাস টুটুল, তুষার দাস, শুভ দাস প্রমুখ।
উপস্থিত সকলের ঐক্যমতের ভিত্তিতে আগামী এক বছর মেয়াদী নিন্মলিখিত ৩টি কমিটি গঠন করা হয়। বাবু খেকন চন্দ্র বিশ্বাস দায়িত্ব প্রাপ্ত হয়ে সকলের সামনে উক্ত ৩টি কমিটির নতুন নেতৃত্বের নামগুলো প্রকাশ করেন।
দূর্গা পুজা কমিটি, ২০২৩
সভাপতি – বাবু অমিত কুমার দাশ
সাধারন সম্পাদক – বাবু নিতাই ভৌমিক
প্রধান পৃষ্ঠপোষক – বাবু সুজন দেবনাথ
কার্যকরী সভাপতি – বাবু সুধন চন্দ্র দাস
কোষাধ্যক্ষ – বাবু দীনেশ চন্দ্র দাস
লক্ষ্মী পুজা কমিটি,২০২৩ ইং
সভাপতি – বাবু আশানন্দ দাস
কার্যকরী সভাপতি – বাবু কৃষ্ণ চন্দ্র দাস
সহ সভাপতি – বাবু অভিনাশ দাস
সাধারন সম্পাদক – বাবু নরেশ চন্দ্র দাস
প্রধান পৃষ্ঠপোষক – বাবু দীনেশ চন্দ্র দাস
কোষাধ্যক্ষ – বাবু সুভাষ রায়
কীর্তন কমিটি, ২০২৩ ইং
সভাপতি – বাবু অমিত কুমার দাশ
কার্যকরী সভাপতি – বাবু নিতাই চন্দ্র দাস
সাধারন সম্পাদক – বাবু সুজন দেবনাথ
কোষাধ্যক্ষ – বাবু নরেশ চন্দ্র দাস
সাংগঠনিক সম্পাদক – সুধন চন্দ্র দাস
বিঃদ্রঃ – বাকী সবাই পূর্বের পদে বহাল আছেন।