ছোটন চৌধুরী, মাটিরাঙ্গা প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শহিদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালন করা হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে, অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম. হুমায়ুন মোরশেদ খান।
উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমার সঞ্চালনায়, অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ বক্তব্য দেন।
এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শহিদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা হয়।
একই সময়ে কেক কেটে শহিদ শেখ রাসেলের ৬০ তম জন্মদিন পালন করেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় মেধাবী শেখ রাসেলের স্মৃতিচারণ করেন বক্তারা।
অনুষ্ঠানে, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা সহ উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।