রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন

খাগড়াছড়িতে পুলিশের অভিযানে অবৈধ ভারতীয় সিগারেটসহ আটক এক

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৯২৭ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ২:৪৪ পূর্বাহ্ণ

মো. শাহজাহান :খাগড়াছড়ি পৌর বাসটার্মিনালে পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ সিগারেটসহ মো. সিদ্দিক (২৩) নামে এক চোরাকারবারিকে আটক করেছে।

আটক সিদ্দিক চট্টগ্রাম জেলার নাজিরহাট পৌর এলাকার পশ্চিম সুয়াবিল এলাকার মো. আজাহারের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে বাসটার্মিনালে অভিযান চালিয়ে বিপুলসংখ্যক অবৈধ এসব সিগারেট আটক করা হয়।

খাগড়াছড়ি সদর থানার এসআই মামুন হোসেন, এসআই মো. মিনহাজুল আবেদিন ও সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করেন।

এসআই মো. মামুন জানান, পৌর বাসটার্মিনালে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম গামী যাত্রীবাহী বাসে উঠানোর জন্য সিগারেটগুলো সাদা প্লাস্টিকের বস্তায় রাখা ছিলো।বস্তার ভিতর লাল রংয়ের প্যাকাটের উপর লেখা mond strawberry ৫৩ (তেপান্ন) কার্টুন, এবং mond green apple লেখা ২২ (বাইশ) কার্টুন সিগারেট ছিলো।

আটক সিদ্দিকের বিরুদ্ধে সদর থানায় অবৈধ চোরাকারবারির অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর