শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
হাতিয়ায় অধ্যক্ষের দুর্নীতির ও স্বেচ্ছাচারীতার বিরুদ্ধে শিক্ষকদের সংবাদ সম্মেলন মিরসরাইয়ে সাংবাদিকদের সাথে জামায়েত ইসলামীর মতবিনিময় শেরপুরে পূর্বশত্রুতার জেরে বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উত্তরায় সাংবাদিক নেতাকে হুমকি- থানায় জিডি মিরসরাইয়ে বিএনপি-যুবদলের ১৩ নেতাকর্মীকে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ ৫-ই আগষ্টের পল্টিবাজ চক্রের হোতা পার্সার আবীরগংদের দৌরাত্ম্যে অস্থির বিমান র‍্যাবের সোর্স পরিচয়ে অবৈধ অস্ত্র নিয়ে ঘোরাঘুরি তথ্য জানতে চাইলে সাংবাদিককে হুমকি শিক্ষা প্রতিষ্ঠানের পাশে বার খুলে নিয়ম নীতির তোয়াক্কা করেনা যুবলীগ নেতা মামুন বিএনপি সম্প্রীতিতে বিশ্বাস করে-ওয়াদুদ ভুইয়া  হাতিয়ায় উন্নয়ন সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

রামগড় রিপোর্টার্স ইউনিটির সভাপতিকে প্রাণনাশের হুমকি, সাংবাদিকদের উদ্বেগ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩৪১ বার পঠিত
আপডেট : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩, ১:২১ অপরাহ্ণ

শুভাশীষ দাশ প্রতিনিধি রামগড় (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির রামগড় রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ বাহার উদ্দিনকে প্রাণনাশের প্রকাশ্যে হুমকি দিয়েছে ফারুক নামে এক যুবক।

সাংবাদিক বাহার উদ্দিন দৈনিক বিজনেস বাংলাদেশ ও অনলাইন নিউজ ৭১’র রামগড় উপজেলা প্রতিনিধি। তিনি অভিযোগ করেন, , শুক্রবার (১৩ অক্টোবর) রাতে তাঁদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান শাহীন লাইব্রেরিতে আকস্মিকভাবে এসে ফারুক প্রকাশ বোশকা ফারুক তাঁর ওপর চড়াও হয়। সে অশ্লিল ভাষায় গালাগাল করতে থাকে। এক পর্যায়ে সাংবাদিক বাহার উদ্দিনের ওপর আক্রমণ করার চেস্টা করে। এসময় উচ্ছৃঙ্খল ওই যুবক ক্ষুর দিয়ে গলা কেটে হত্যার হুমকী দেয়।

লাইব্রেরির সিসিটিভির ফুটেজে ফারুকের আক্রমণাত্মক ও উচ্ছৃঙ্খল আচরণের দৃশ্য ধারণ রয়েছে। অভিযোগ রয়েছে, কিছু দিন আগে ফারুক স্থানীয় আরেকজন সাংবাদিককেও হুমকী দেয়। সে রামগড় পৌরসভার দারোগাপাড়ার মৃত জাফরের ছেলে। সাংবাদিক বাহার উদ্দিন বলেন, ফারুক উত্তেজিত হয়ে আমাকে বলতে থাকে তুই আমার মামা’র সাথে বাড়াবাড়ি করতেছস, এর মাসুল তুই পাবি।’ তিনি বলেন, ‘তার এমন কথায় ধারণা করছি, কারও প্ররোচনায় সে এ ঘটনা ঘটিয়েছ
এদিকে, এ ঘটনার পর শুক্রবার রাতেই জীবনের নিরাপত্তাসহ আইনগত সহায়তার জন্য রামগড় রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ ও সিনিয়র সাংবাদিকগণ রামগড় থানায় গিয়ে অফিসার্স ইনচার্জ মো: মিজানুর রহমানের সাথে সাক্ষাৎ করেন। অফিসার্স ইনচার্জের পরামর্শে এ ব্যাপারে তিনি থানায় লিখিতভাবে অভিযোগপত্র দায়ের করেছেন। রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক রতন বৈষ্ণব বলেন, প্রতিষ্ঠানে এসে এভাবে প্রকাশ্যে সাংবাদিক ও শিক্ষক বাহার উদ্দিনকে প্রাণনাশের হুমকী দেয়ার ঘটনা এখানকার সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের সৃষ্টি করেছে। তিনি এ বিষয়টি উপজেলা প্রশাসন ও রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে অবগত করা হয়েছে।

এদিকে, এ ঘটনার প্রতিবাদে ও হুমকীদাতা ফারুককে গ্রেফতাবের দাবিতে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে শুক্রবার রাতে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিক বাহার উদ্দিনের প্রাণ নাশের হুমকীর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এর কঠোর প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।

সভায় সাংবাদিকের প্রাণ নাশের হুমকীদাতা ফারুককে অবিলম্বে গ্রেফতার ও সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিতের ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানানো হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর