মো. শাহজাহান: খাগড়াছড়ির পানছড়িতে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় সাবান ,কসমেটিক এবং অন্যান্য পণ্য সহ জুয়েল হোসেন(২৮) নামে এক চোরাকারবারীকে আটক করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার দমদম এলাকায় পুলিশের বিশেষ অভিযানে এসব পণ্য আটক করা হয়।
আটক জুয়েল হোসেন দমদম এলাকার মৃত আব্দুল ছোবহানের ছেলে।
পানছড়ি থানার এসআই সৈয়দ ছানাউল্লাহ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
এসআই সৈয়দ সানাউল্লাহ জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিধি মোতাবেক মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।