খাগড়াছড়ি প্রতিনিধি :পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের দীঘিনালা উপজেলার সভাপতি এবং সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে মানহানি করা হয়েছে উল্লেখ করে সংবাদ সম্মেলন করেছে খাগড়াছড়ি জেলা শাখা।
সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা শহরের একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সিনিয়র নেতা মো. লোকমান হোসেন।
সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা সভাপতি অধ্যাপক আবু তাহের, সদস্য সচিব এস এম মাসুম রানাসহ জেলার সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের দীঘিনালা উপজেলা সভাপতি জাহিদুল ইসলাম দাবী করেন, ব্যাক্তিগত শত্রুতার বশবতী হয়ে তাদের বিরুদ্ধে মানহানি করে পত্রিকায় খবর প্রচার করা হয়েছে। প্রকাশিত অভিযোগের সাথে তাদের কোনো সম্পর্ক নেই।
উল্লেখ্য ; গত কয়েকদিন আগে একটি দৈনিক পত্রিকায় ” নাগরিক পরিষদের ব্যানারে জাহিদ-মনসুরের যত অপকর্ম ” শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। খবরে নাগরিক পরিষদের নাম ব্যবহার করে এবং ক্ষমতার অপব্যবহার করে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের দুইটি ঘর বাগিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।