শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
হাতিয়ায় অধ্যক্ষের দুর্নীতির ও স্বেচ্ছাচারীতার বিরুদ্ধে শিক্ষকদের সংবাদ সম্মেলন মিরসরাইয়ে সাংবাদিকদের সাথে জামায়েত ইসলামীর মতবিনিময় শেরপুরে পূর্বশত্রুতার জেরে বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উত্তরায় সাংবাদিক নেতাকে হুমকি- থানায় জিডি মিরসরাইয়ে বিএনপি-যুবদলের ১৩ নেতাকর্মীকে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ ৫-ই আগষ্টের পল্টিবাজ চক্রের হোতা পার্সার আবীরগংদের দৌরাত্ম্যে অস্থির বিমান র‍্যাবের সোর্স পরিচয়ে অবৈধ অস্ত্র নিয়ে ঘোরাঘুরি তথ্য জানতে চাইলে সাংবাদিককে হুমকি শিক্ষা প্রতিষ্ঠানের পাশে বার খুলে নিয়ম নীতির তোয়াক্কা করেনা যুবলীগ নেতা মামুন বিএনপি সম্প্রীতিতে বিশ্বাস করে-ওয়াদুদ ভুইয়া  হাতিয়ায় উন্নয়ন সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

মিরসরাইয়ে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষে এক ছাত্রলীগ কর্মী নিহত! আহত-২০

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৪০১ বার পঠিত
আপডেট : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ৯:২৭ অপরাহ্ণ

কামরুল হাসানঃ-মিরসরাইয়ে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার আজমপুর বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ২০ নেতাকর্মী আহত হয়েছে বলে দু’দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এছাড়াও জাহেদ হোসেন রুমন (১৬) নামে এক স্কুল ছাত্রলীগ মারা গেছে।

জানা গেছে, আগামী ৫ অক্টোবর বিএনপির ১৫ দিনের কর্মসূচির মধ্যে কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ উপলক্ষ্যে মিরসরাইয়ে একটি পথসভা করার কথা রয়েছে। তারই প্রস্তুতি হিসেবে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান উপজেলার ৫ নম্বর ওচমানপুর ইউনিয়ন এলাকায় একটি সভার প্রস্তুতি নিচ্ছেলেন। এসময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের লোকজন তাদের ওপর হামলা করে বলে বিএনপির তরফ থেকে দাবি করা হয়েছে। এতে তাদের ১৫ জন নেতাকর্মী আহত হওয়ারও দাবি করে বিএনপি। তবে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দাবি শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে স্থানীয় ওচমানপুর ইউনিয়ন এলাকার আজমপুর বাজারে বিএনপির লোকজন ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় ওচমানপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মোহাম্মদ হাসান, মিরাজ, আরেফিন ও রাফিসহ ৫ নেতাকর্মী আহত হয়েছে।

মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহিনুল ইসলাম স্বপন দাবি করেন, আগামী ৫ অক্টোবর তারিখের কর্মসূচির প্রস্তুতি হিসেবে চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান স্থানীয় নেতাকর্মীদের নিয়ে একটি প্রস্তুতি সভার আয়োজন করে।

এসময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন। অবশ্য স্বপন এও স্বীকার করেন পরক্ষণে বিএনপির ক্ষুদ্ধ নেতাকর্মীরাও ছাত্রলীগের ওপর হামলা চালায়।

অপরদিকে ওচমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহ্ আলম বলেন, ‘বিএনপি নেতা নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারিরা স্থানীয় আজমপুর বাজারে আমাদের ছাত্রলীগ নেতাক হাসান ও তার কয়েকজন সহযোদ্ধার ওপর হামলা চালায়। এতে ৫ জন আহত হয়।

বিএনপির অভিযোগ সম্পর্কে শাহ্ আলম বলেন, ‘এটা ডাহা মিথ্যা। তারা আমাদের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়।’

উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা বলেন, আজমপুর বাজারে বিএনপির লোকজন ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় ওচমানপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোহাম্মদ হাসান, মিরাজ, আরেফিন ও রাফিসহ ৫ নেতাকর্মী আহত হয়েছে। এছাড়াও জাহেদ হোসেন রুমন (১৬) নামে এক স্কুল ছাত্রলীগ মারা গেছেন।

জোরারগঞ্জ থানার ওসি মো. জাহিদ হোসেন সন্ধ্যায় জানান, ঘটনাস্থলে পুলিশ গেছে। পরবর্তীতে বিস্তারিত জানাতে পারবো।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর