ছায়েদ আহমেদ, হাতিয়া (নোয়াখালী):নোয়াখালীর হাতিয়া উপজেলার চৌমুহনী বাজারস্থ হাজী আবদুল বাছেত ইসলামিক একাডেমীতে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক সাত দিন মেয়াদি অপ্রাতিষ্ঠানিক মৎস্য চাষ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪.০০ টায় এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী।
এতে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তোফায়েল আহমদ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রহিম, সাংবাদিক ছায়েদ আহমেদ, হাজী আবদুল বাছেত ইসলামি একাডেমির পরিচালক কাজী মোঃ সুমন, মাদ্রাসা প্রধান মাওলানা জাকের, শিক্ষক মঈন প্রমুখ।
এছাড়াও উদ্বোধনী প্রশিক্ষণ সভায় এলাকার শতাধিক বেকার নারী- পুরুষ উপস্থিত ছিলেন।