শুক্রবার, ০৯ মে ২০২৫, ০২:৪৭ অপরাহ্ন

রামগড়ে ভ্রাম্যমান আদালতে ৭ ব্যবসায়ীকে জরিমানা

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২৭৫ বার পঠিত
আপডেট : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩, ১১:১৩ পূর্বাহ্ণ

শুভাশীষ দাশ প্রতিনিধি রামগড়( খাগড়াছড়ি)ঃ
খাগড়াছড়ির রামগড়ে সাত ব্যবসায়ীকে জরিমানা করেছে গ্রাম্যমান আদালত।

নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আলু, পেঁয়াজ, ডিমসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় কৃষি পণ্যের নির্ধারিত মূল্যে বিক্রয় নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭ জন ব্যবসায়ীকে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাশ রামগড় সদর ও সোনাইপুল বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাশ বলেন,নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পন্য বিক্রির অপরাধে  কৃষি বিপণন আইন ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৭ টি মামলায় ৭ জন ব্যবসায়ীকে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানার অর্থ অনাদায়ে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আরোপিত জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করায় ব্যবসায়ীদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।কৃষি পণ্যের কৃত্রিম সংকট রোধে এ ধরনের অভিযান চলমান থাকবে। এসময় উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ ফরহাদসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আদালতকে সহযোগিতা করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর