কামরুল হাসানঃ-চট্টগ্রামের মিরসরাইয়ে এক লাখ গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার জোরারগঞ্জ আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় বিষযক সংসদীয় স্থানী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনে সভাপতিত্বে প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত চারা বিতরণ অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান প্রমুখ। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূইয়া প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমাদের ভবিষৎ প্রজন্মকে নিরাপদ রাখতে প্রচুর পরিমাণ গাছ লাগাতে হবে। তাই চট্টগ্রাম জেলা প্রশাসক ২৩ লাখ চারা লাগানোর যেন উদ্যোগ নিয়ে আমি তাকে স্বাগত জানাই।
এসময় উপজেলার ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এক লাখ গাছের চারা বিতরণ করা হয়।