সেনবাগ(নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগের ১টি পৌরসভা ও ৯ টি ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সেনবাগ উপজেলা অডিটোরিয়ামে নোয়াখালী জেলা পরিষদের সদস্য, সেনবাগ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাবুর আয়োজনে ও সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সেনবাগ-সোনাইমুড়ি আসনের সংসদ সদস্য, আরটিভির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোরশেদ আলম।
উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে মতবিনিময় সভার উদ্বোধন করেন নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু।
বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী পৌরসভার মেয়র ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খাঁন সোহেল,সানজি গ্রুপের কর্ণধার, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক, সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মোঃ গোলাম কবির, সেনবাগ পৌরসভার মেয়র ও সেনবাগ সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি আবু নাছের দুলাল।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ইসরাত জাহান, আওয়ামীলীগ কেন্দ্রীয় উপকমিটির কৃষি বিষয়ক সম্পাদক জাকির হোসেন জুয়েল,এডভোকেট মাহমুদুল হক পাটোয়ারী লেবু,কেশারপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হক সুমন,ডমুরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, শওকত হোসেন কানন, সাবেক ছাত্রনেতা এজে আর কুরিয়ার সার্ভিসের কর্ণধার শামছুদ্দিন আহমেদ রিয়াদ,নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল, বজরা ইউনিয়নের চেয়ারম্যান মিরনের রশিদ,সেনবাগ পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন,মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের সদস্য নাছির উদ্দিন,কাদরা ইউনিয়ন পরিষদের সদস্য বিবি আয়েশা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মরিয়ম সুলতানা, কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার,নাটেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন দুলু,বারগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুদ্দিন, সাবেক জেলা পরিষদের সদস্য রেজিয়া আক্তার বকুল সহ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ।
পরে সকল জনপ্রতিনিধি ও উপস্থিত অতিথিদের জন্য মধ্যহ্ন ভোজের আয়োজন করা হয়।
এন এইচ সুমন
সেনবাগ প্রতিনিধি