নিজস্ব প্রতিনিধি :খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্ধুকছড়িতে গলায় ফাঁস দিয়ে এক কিশোর আত্মহত্যা করেছে। আজ রবিবার ভোরে এই ঘটনা ঘটে। প্রণয় সম্পর্কের জের ধরে একই সাথে কিশোরীও আত্মহত্যার চেষ্টা করলেও সে বেঁচে গেছে।তাকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠায় পাড়া প্রতিবেশি তা মেনে না নেয়ায় তারা জেদ থেকে আত্মহত্যার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ সকালে তমেজয় ত্রিপুরা (১৮) নামের এক কিশোরের মৃত দেহ উদ্বার করে। অন্যদিকে স্থানীয়রা কিশোরীকে (১৮) উদ্বার প্রথমে মহালছড়ি হাসপাতালে এবং পরে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করায়।
গুইমারা থানার অফিসার ইনচার্জ রাজিব কর জানান, লাশ উদ্বার করে সুরতহাল শেষে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এদিকে খাগড়াছড়ি সদরের বাস টার্মিনাল এলাকায় অজ্ঞাত কারণে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আব্দুল মোতালেব (২৯) নামের এক শ্রমিক। এছাড়া পারিবারিক কলহের জেরে জেলা সদরের কমলছড়িতে পদ্মাদেবী ত্রিপুরা (২০) নামে এক কলেজপড়ুয়া শিক্ষার্থী বিষ খেয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশ নিশ্চিত করে।