শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
৩ পৃষ্ঠার চিঠি লিখে প্রেমঘটিত কারণে আত্মহত্যা করলেন বেরোবি শিক্ষার্থী নগরফুলের এক দশক পূর্তি উৎসব উদযাপিত ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী হলেন তাহমিনা আক্তার “৯ ও ১০ নং ওয়ার্ডকে সীতাকুণ্ড নয়, চট্টগ্রাম-১০ এ রাখার দাবিতে মানববন্ধন” সেনবাগে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে ক্লিন সিটি গড়া হবে: ডা. শাহাদাত বড় পরিবর্তন এনে মিউচ্যুয়াল ফান্ড বিধিমালার খসড়া অনুমোদন মৌসুমের প্রথম ম্যাচ জয়ে রেকর্ড গড়ল রিয়াল মাদ্রিদ নেইমার–দি মারিয়ারা যে হাসপাতালে চিকিৎসা নেন, জাতীয় দলের ক্রিকেটাররাও

দক্ষিণ-পূর্ব রিজিয়ন (চট্টগ্রাম) আন্তঃ ব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতা-২০২৩ ফাইনাল অনুষ্ঠিত

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩৭২ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৪৩ অপরাহ্ণ

ছোটন চৌধুরী, মাটিরাঙ্গা প্রতিনিধিঃসীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড ব্যাটালিয়ন দক্ষিণ-পূর্ব রিজিয়ন চট্টগ্রাম এর উদ্যোগে ও খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবির ব্যবস্থাপনায় আন্ত: ব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

পলাশপুর জোন সদরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মোট ১৩ টি ব্যাটালিয়ন অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ৪০ বিজিবি পলাশপুর জোন ২৭ পয়েন্ট পেয়ে বিজয়ী হয় এবং ৩ বিজিবি পানছড়ি ব্যাটালিয়ন ২৪ পয়েন্ট পেয়ে রানার আপ হয়।

খেলায় অংশগ্রহণকারী দল গুলো হচ্ছে ৩ বিজিবি চট্টগ্রাম ব্যাটালিয়ন, ৭ বিজিবি বাবুছড়া ব্যাটালিয়ন, ৮ বিজিবি চট্টগ্রাম ব্যাটালিয়ন, ১২ বিজিবি ছোটহরিণ ব্যাটালিয়ন, ২৩ বিজিবি যামিনীপাড়া ব্যাটালিয়, ২৭ বিজিবি মারিশ্যা ব্যাটালিয়ন, ৩২ বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়ন, ৩৭ বিজিবি রাজনগর ব্যাটালিয়, ৪০ বিজিবি খেদাছড়া ব্যাটালিয়ন, ৪১ বিজিবি কাপ্তাই ব্যাটালিয়ন, ৪৩ বিজিবি রামগড় ব্যাটালিয়ন, ৪৫ বিজিবি বরকল ব্যাটালিয়ন ও ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন  এ কাবাডি প্রতিযোগীতায় অংশগ্রহণ করে।

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বিজিবিএম, পিবিজিএম ।

এসময় ৩ বিজিবির জোন অধিনায়ক লেঃ কর্ণেল, এ কে এম আরিফুল ইসলাম, পিএসসি, ৪০ বিজিবির ভারপ্রাপ্ত জোন অধিনায়ক মেজর শাহ মোহাম্মদ আজাদ আলী, মেডিক্যাল অফিসার মেজর মোঃ সাবেরিজ্জামান, ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মোহাঃ দেলোয়ার হোসাইন, বাংলাদেশ কাবাডি ফেডারেশন হতে আগত রেফারী মোঃ মজিবুর রহমান ও শহিদুল ইসলাম বাবু সহ সামরিক পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

খেলায় ৩ বিজিবির সিপাহী মো: মুনতাজ মিয়া শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় এবং ৪০ বিজিবির নায়েক সাইফুজ্জামান শ্রেষ্ঠ প্রবীণ খেলোয়াড় নির্বাচিত হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর