খাগড়াছড়ি প্রতিনিধি:খাগড়াছড়িতে এক মাদ্রাসা ছাত্রকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাঁর নাম মো. আবদুর রহমান আবির(৭)।রবিবার(২৭ আগস্ট) সন্ধ্যায় খাগড়াছড়ি সদর হাসপাতালে আনা হলে শিশুটিকে মৃত্যু ঘোষণা করা হয়। এর আগে কোন এক সময় তাকে নির্যাতন করা হয় বলে জানা যায়। তার মুখ থেকে পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
আবির খাগড়াছড়ির পানছড়ি উপজেলার আইয়ুব মেম্বার পাড়া এলাকার মো. সরোয়ারের ছেলে। সে জেলা সদরের ভূয়াছড়ি এলাকার বায়তুন আমান ইসলামিয়া দাখিল মাদ্রসার হেফজ বিভাগের ছাত্র।এদিকে ঘটনার পরপরি অভিযুক্ত হেফজখানার হাফেজ মো. আমিনুল ইসলাম হাসপাতালে আবিরের মরদেহ রেখে পালিয়ে যান।
জানা যায়, দীর্ঘদিন ধরে নানা অজুহাতে হাফেজ আমিনুল ইসলাম শিশু আবিরকে নির্যাতন করে আসছিলেন। রবিবার বিকালেও তাকে নির্যাতন করেন। এতে আবির বমি করলে অভিযুক্ত শিক্ষক তাকে হাসপাতালে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণার পরপরি উনি পালিয়ে যান।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অভিযোগের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।