এজি কায়কোবাদ, গাজীপুরঃ চেক ডিজঅনার মামলায় দ্বিগুণ অর্থদণ্ডে সাজাপ্রাপ্ত মঞ্জুর হোসেন (৫০) নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১, স্পেশালাইজ্ড কোম্পানী
পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর।
শনিবার দিবাগত রাতে গাজীপুরের কালিয়াকৈর উত্তর রাঙ্গামাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১ গাজীপুর ক্যাম্প এর কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব-১ গাজীপুর ক্যাম্পের কর্মকর্তা এসআই রকি মণ্ডল জানান, গাজীপুর কালিয়াকৈর থানাধীন উত্তর রাঙ্গামাটি সাকিনস্থ হারেস মিয়ার ইলেক্ট্রনিক্স দোকানের সামনে হতে, অত্র ক্যাম্পের সম্মানিত কোম্পানি কমান্ডার ও স্কোয়াড কমান্ডার মহোদয়-এর চৌকস নেতৃত্বে আমরা আসামিকে গ্রেফতার করতে সক্ষম হই।
র্যাব-১ গাজীপুর ক্যাম্প এর কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত পলাতক আসামী মোঃ মঞ্জুর হোসেন, মোকাদ্দমা নং-৮৩৯/২০১৯, এসসি মামলা নং- ৫০৬/২০২০, ধারাঃ এন আই এ্যাক্ট ১৩৮ এর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামী, সূত্রোক্ত মামলার ০১বছর এবং ৯২,১৩,৯৬১/- টাকার দিগুন অর্থদন্ডে দন্ডিত সাজা পরোয়ানাভুক্ত।
গ্রেফতারকৃত আসামী’কে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন।