মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
হাতিয়ায় যৌথ অভিযানে অস্র-চোরাইমালসহ ৪জন আটক জাতীয় পরিচয়পত্র জাল করে জমি বিক্রির সময় প্রতারকদের হাতেনাতে ধরা হাতিয়ায় গণঅধিকার পরিষদ নেতার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ভিবিডি চট্টগ্রামের উদ্যোগে “এইড অ্যাওয়ার” মেডিকেল ওয়ার্কশপ সম্পন্ন কুমিল্লার মুরাদ নগরে হিন্দু নারী’কে ধর্ষন,অভিযুক্ত বিএনপি নেতা,এলাকা জুড়ে আলোড়ন তেঁতুলিয়ায় সমৃদ্ধি কর্মসূচির আওতায় উপজেলা দিবস ও উন্নয়ন মেলা উদযাপন আহবায়ক হাসান মাহমুদ, সদস্য সচিব মহসিন আহম্মেদ তৌসিফ সেনবাগের সেবারহাট বাজারে অগ্নিকান্ডে ৮ দোকান পুড়ে ছাঁই, ৫০ লক্ষ টাকার ক্ষতি “ডেপুটি কো-অর্ডিনেটর”মনোনীত অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত রোটারি ক্লাব অব চিটাগাং সিটির ক্লাব অ্যাসেম্বলি সু সম্পন্ন

বরকলে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সপনসহ পৃথক দুটি মামালায় গ্রেফতার তিন

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩৬৪ বার পঠিত
আপডেট : শনিবার, ৮ জুলাই, ২০২৩, ৩:০০ অপরাহ্ণ

মো আরিফুল ইসলাম সিকদার,রাঙামাটি:আজ বরকল থানাধীন ভুষনছড়া ইউনিয়নের এরাবুনিয়া গ্রামের ৫নং ওয়ার্ডের বাসীন্দা মো জাহিদুল ইসলাম স্বপন ওরফে দাঁতপড়া স্বপনসহ তিনজনকে গ্রেফতার করেছে বরকল থানা পুলিশ।

 

গত ৭জুন শুক্রবার রাতে বরকল থানার চৌকস ওসি মোঃ নাছিড় উদ্দিনের সফল নির্দেশনায় অত্র থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় পলাতক আসামি সপন ও ইয়াসিন ভুষনছড়ার এরাবুনিয়া এলাকায় অবস্থান করছে। এ খবর পেয়ে বরকল থানা পুলিশের এস আই মো ফরহাদ সিকদার,এস আই মো উজ্জ্বল এস আই ফিরোজ এবং এস আই মো জাহাঙ্গীরের নেতৃত্বে একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো নাছিড় উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, সপন, ইয়াসিন গাছকাটা ও মারামারির একটি মামলার এক বছরের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি ছিলো । গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং ওপর একটি মামলায় শেফালী বেগম নামে জৈনিক মহিলাকে গ্রেফতার করা হয়।আসামীগনকে আজ সকালে রাঙামাটি জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

উক্ত মামলার বাদী মো ইকবাল জানান,জাহিদুল ইসলাম সপন বর্তমানে বরকল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উপজেলা কমিটির সদস্য সচিব পদে রয়েছেন।বিগত কিছুদিন আগে তার ১ বছরের সাজা হয়।তবুও সে স্বপদে বহাল রয়ে গেছে।বর্তমানে সে বিভিন্নভাবে তাকে হয়রানি করতেছে।ইকবালের নিজস্ব জমি বর্তমানে সপন জোর করে ভোগদখল করতেছে।

খবর নিয়ে আরো জানা যায়,আসামী সপনের উক্ত মামলায় ১বছরের সাজা হয়েছিলো।বর্তমানে মামলাটি উচ্চ আদালতে আপীল করা হয়েছে।এছাড়াও সপনের নামে পার্বত্য উন্নয়ন বোর্ডের সোলার দেবার নাম করে বিভিন্ন ব্যাক্তির থেকে টাকা আত্নস্বাতসহ একাধিক অভিযোগ রয়েছে বলে বিশ্বস্তসুত্রে জানা যায়।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর