মৌলভীবাজার প্রতিনিধি: শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক কমিটি মৌলভীবাজার জেলা বিএরপির সভাপতি এম নাসের রহমান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেছেন।
শনিবার সকালে শ্রীমঙ্গল পৌরসভার মেয়র বিএনপির নেতা মহসিন মিয়া মধুর নেতৃত্বে নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের বাসভবনে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এবং সুন্দর একটি কমিটি উপহার দেওয়ায় নবগঠিত শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক কমিটির পক্ষ থেকে জেলা বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতৃবৃন্দরা। পরে নেতৃবৃন্দরা সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের কবর জিয়ারত করেন।
এসময় শ্রীমঙ্গল পৌরসভার মেয়র ও বিএনপি নেতা মহসিন মিয়া মধু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, পৌর বিএনপির আহ্বায়ক মীর এম এ সালাম, যুগ্ম-আহ্ববায়ক আলকাস মিয়া, সদস্য সচিব মো. নজরুল ইসলাম, সদস্য সিরাশদার মিল্লাদ হোসেন, আব্দুল জব্বার আজাদ, টিটু দাস সহ নবগঠিত আহ্বায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও জেলা বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।