কামরুল হাসানঃ-চট্টগ্রামের মিরসরাইয়ে নিজ ঘরের সামনের পুকুর থেকে মেহেদি হাসান (২৫) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা। পুলিশ বলছে—তিনি মৃগী রোগী ছিলেন।
মঙ্গলবার (২৫ জুন) দুপুর দুইটায় নিজ ঘরের সামনের পুকুর থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মেহেদি উপজেলার ইছাখালী ইউনিয়নের হাফিজ গ্রামের মৃত মো. মফিজের ছেলে।
স্থানীয় ইছাখালী ইউনিয়ন পরিষদের সদস্য মো. মহসিন বলেন, মঙ্গলবার দুপুরে মেহেদীকে পুকুরে ভাসতে দেখে আমাকে জানালে আমি পুলিশে খবর দেয়েছি। মেহেদী মৃগি রোগী ছিলো। বাবা না থাকায় অটোরিক্সা চালিয়ে মানসিক প্রতিবন্ধি মাকে নিয়ে থাকতো সে।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক জসিম উদ্দিন বলেন, ইছাখালী ইউনিয়নের হাফিজ নগরে পুকুরে একটি লাশ ভাসছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মেহেদি হাসান নামের এক যুবকের লাশ উদ্ধার করি আমরা। মেহেদি মৃগি রোগী ছিলো বলে জানিয়েছে তার পরিবার। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।