বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
হাতিয়ায় যৌথ অভিযানে অস্র-চোরাইমালসহ ৪জন আটক জাতীয় পরিচয়পত্র জাল করে জমি বিক্রির সময় প্রতারকদের হাতেনাতে ধরা হাতিয়ায় গণঅধিকার পরিষদ নেতার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ভিবিডি চট্টগ্রামের উদ্যোগে “এইড অ্যাওয়ার” মেডিকেল ওয়ার্কশপ সম্পন্ন কুমিল্লার মুরাদ নগরে হিন্দু নারী’কে ধর্ষন,অভিযুক্ত বিএনপি নেতা,এলাকা জুড়ে আলোড়ন তেঁতুলিয়ায় সমৃদ্ধি কর্মসূচির আওতায় উপজেলা দিবস ও উন্নয়ন মেলা উদযাপন আহবায়ক হাসান মাহমুদ, সদস্য সচিব মহসিন আহম্মেদ তৌসিফ সেনবাগের সেবারহাট বাজারে অগ্নিকান্ডে ৮ দোকান পুড়ে ছাঁই, ৫০ লক্ষ টাকার ক্ষতি “ডেপুটি কো-অর্ডিনেটর”মনোনীত অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত রোটারি ক্লাব অব চিটাগাং সিটির ক্লাব অ্যাসেম্বলি সু সম্পন্ন

পাহাড়তলীতে ৮০০ পিস ইয়াবা সহ দু’জন মাদক কারবারি গ্রেফতার!

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩৭৩ বার পঠিত
আপডেট : সোমবার, ২৬ জুন, ২০২৩, ১২:২১ পূর্বাহ্ণ

হুমায়ন কবির রাব্বি ঃ গত ২৩/০৬/২০২৩ ইং তারিখ রাত ২২ ০০ঘটিকার সময় মহানগর গোয়েন্দা বিভাগ এর উপ-পুলিশ কমিশনার জনাব নিহাদ আদনান তাইয়ান এর সার্বিক দিকনির্দেশনায় ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব সোনাহর আলী তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক মোহাম্মদ রুহুল আমিন সঙ্গীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় বিশেষ অভিযান করা কালে গোপন সূত্রে সংবাদের পান যে, খুলশী থানাধীন রেলওয়ে স্কুলের পিছনে, রেলওয়ে কিন্টার গার্ডেন এর পাশে একজন ব্যক্তি মাদক বিক্রি করার জন্য অবস্থান করিতেছে। উক্ত সংবাদের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ২৩/০৬/২০৩২ তারিখ রাত্রি ২২.০০ ঘটিকার সময় উক্ত স্থানে গিয়ে পৌছামাত্র ডিবি পুলিশের উপস্থিতি টের পাইয়া জৈনিক ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা কালে তাকে আটক করেন। তার দেহ তল্লাশি করে পরিধানে থাকা প্যান্টের সামনের পকেট হতে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্ব জব্দ করা হয়, জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ আবু বক্কর( ৬১) পিতা- মৃত ফজলুর রহমান -গ্রাম দশবাহার, গুণবতী, থানা চৌদ্দগ্রাম- কুমিল্লা। বর্তমানে মধ্যম সরাইপাড়া, মীর বাড়ি, থানা- পাহাড়াতলি চট্টগ্রাম বলিয়া জানান ,পরবর্তী তাকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেন যে, তিনি উক্ত ইয়াবা ট্যাবলেট গুলো পাহাড়তলী থানাধীন, মধ্যম সরাইপাড়া, বহরা মসজিদ, মীর বাড়ি, মৃত মীর মোহাম্মদ আমান উদ্দিন এর ছেলে মীর মোহাম্মদ আরিফ উদ্দিন (৩৫) এর নিকট হতে বিক্রির উদ্দেশ্যে ক্রয় করিয়াছিল। পরবর্তীতে উক্ত আসামীর স্বীকারোক্তি মতে মীর মোঃ আরিফ উদ্দিন কে গ্রেফতারের লক্ষ্যে তার বাড়িতে অভিযান পরিচালনা কালে উক্ত মীর মোঃ আরিফ উদ্দিন ও তার স্ত্রী বাবলি সুলতানা ডিবি পুলিশকে দেখিয়া দৌড়াইয়া পালানোর চেষ্টা কালে, উক্ত মোহাম্মদ আরিফ উদ্দিন পালাইয়া গেলেও তার স্ত্রী বাবলি সুলতানা কে আটক করিতে সক্ষম হন, পরবর্তীতে উক্ত বাবলি সুলতানা এর হাতে থাকা ছোট্ট একটি ভেনেটি ব্যাগ পাইয়া তল্লাশি করিয়া উক্ত ভেনিটি বেগ এর ভিতরে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রি ৮৫০০ টাকা পাইয়া উদ্ধার পূর্ব জব্দ করেন, পরবর্তীতে গ্রেফতারকৃত আসামি (১) মোহাম্মদ আবু বক্কর (২) বাবলি সুলতানা এবং বাবলি সুলতানার স্বামী (৩) মীর মোহাম্মদ আরিফ উদ্দিন (৩৫) কে পলাতক হিসেবে, এসআই মৃদুল কান্তি দে বাদী হয়ে খুলসী থনায় নিয়মিত মামলা রুজু করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর