শুভাশীষ দাশ প্রতিনিধি রামগড় (খাগড়াছড়ি)ঃ
অবৈধ ইটভাটার কায্যক্রম বন্ধের হাইকোর্টের নির্দেশনা মোতাবেক অনুমোদনহীন রামগড় উপজেলার ৯টি ইটভাটার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ভ্রাম্যমান আদালত।
রামগড় উপজেলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন ২২ শে জুন বিকালে ভ্রাম্যমান আদালত এই অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের জানান , মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১২০৪/২০২২ মূলে জেলা প্রশাসক খাগড়াছড়ি’র নির্দেশনা অনুযায়ী ২২ জুন ২০২৩ তারিখ বিকাল হতে রামগড় উপজেলার ৯টি ইট ভাটা সকল কার্যক্রম বন্ধ করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।