সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল (অনুর্ধ ১৭) টুর্নামেন্টের সেনবাগ উপজেলা পর্যায়ে
সেনবাগ পৌরসভা দল চ্যাম্পিয়ন হয়েছে।বৃহস্পতিবার বিকেলে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলায় পৌরসভা দল বীজবাগ ইউনিয়ন দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক ও নোয়াখালী জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম বাবু,সেনবাগ থানার ওসি (তদন্ত) রুহুল আমিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খুরশিদ আলম,বিআর ডি বি কর্মকর্তা হাসিনা আক্তার,আইসিটি কর্মকর্তা মো: ফারুক,নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল, পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক আশ্রাফুল আলম রানা।
এর আগে অতিথি বৃন্দ মাঠে নেমে খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ করা যায়।
উল্লেখ জাতীয় পর্যায়ের এ টুর্নামেন্টের জেলা পর্যায়ে সেনবাগ পৌরসভা দল সেনবাগ উপজেলার দল হিসেবে প্রতিনিধিত্ব করবে।
জেলা পর্যায় থেকে বিভাগীয় পর্যায় হয়ে জাতীয় পর্যায়ে গিয়ে উক্ত টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে।
এন এইচ সুমন
সেনবাগ প্রতিনিধি