খাগড়াছড়ি প্রতিনিধি :খাগড়াছড়িতে জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে অবহিত করণ সভা করেছে।
বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি জেলা শিল্পকলা একাডেমির হল রুমে এ সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহিদ তালুকদার।
অবহিতকরণ সভায় নাটাব খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি জিতেন বড়ুয়া, খাগড়াছড়ির সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পি চাকমা বক্তব্য রাখেন।
বক্তারা, যক্ষ্মা প্রতিরোধে সমাজিক ভাবে সচেতন হতে সকলকে আহ্বান জানান। খাগড়াছড়িতে সরকারি বেসরকারি ভাবে বিনামূল্যে যক্ষ্মা নির্ণয় এবং চিকিৎসা দেওয়া হচ্ছে।