ছায়েদ আহমেদ, হাতিয়া (নোয়াখালী)ঃঃ বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশান হাতিয়া কর্তৃক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৬৯৪ পিস ইয়াবা সহ এক মাদক কারবারিকে আটক করে।
বুধবার (৭ জুন) সকাল ১০টার দিকে নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি বাজার এলাকায় মাদক বিরোধী এ অভিযান পরিচালিত হয়। কোস্টগার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল জানান, এক গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া স্টেশান কমান্ডার এম রফিকুল ইসলাম, সিপিও এর নেতৃত্বে উপজেলার তমরদ্দি বাজার সংলগ্ন মেসার্স মদিনা স্টোরের সামনে থেকে ৬৯৪ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ইয়াসিন (৬৩) কে আটক করা হয়।
জানা যায়, আটককৃত মাদক কারবারি ইয়াসিন উপজেলার লক্ষিদিয়া গ্রামের মোঃ জিয়াউল হকের ছেলে।
এদিকে, কোস্টগার্ড হাতিয়া স্টেশান সূত্র জানায়, জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক কারবারী ইয়াসিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আজ দুপুরে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।